Updated on : 13-02-2018
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চাল আমদানির আলাদা দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বৈদেশিক উৎস থেকে আমদানি প্যাকেজ-১ (জাতীয় দরপত্র) এর আওতায় এক লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
“বাংলাদেশের ৩৮টি কেন্দ্রে এই চাল পৌঁছানো হবে। এতে মোট ব্যয় হবে ৪৩৮ কোটি ২২ লাখ ৪৮ হাজার টাকা।”
অতিরিক্ত সচিব জানান, মেসার্স রবিউল ইসলাম ৩৬টি লট এবং আয়নুল হক দুটি লটে এসব চাল সরবরাহ করবে। ৩৮টি কেন্দ্রে পৌঁছাতে হবে বলে চালের দাম আলাদা আলাদা রেঞ্জে নির্ধারণ করে দেওয়া হয়েছে।
থাইল্যান্ড থেকে সরকারিভাবে দেড় লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
প্রতি টন ৪৬৫ মার্কিন ডলার ব্যয়ে এই চাল আমদানিতে খরচ হবে ৫৭৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।
বুধবারই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সরকারিভাবে থাইল্যান্ড থেকে দেড় লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়।
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের জাজিরা এপ্রোচ রোড অ্যান্ড সিলেকটেড ব্রিজ ইন্ড ফ্যাসিলিটিস নির্মাণ কাজের দর বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
মোস্তাফিজুর রহমান জানান, আগে এই প্রকল্পে ব্যয় নির্ধারণ ছিল ১০৯৭ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার টাকা ছিল। নতুন করে ব্যয় বেড়েছে ২২১ কোটি ৬০ লাখ ১৬ হাজার টাকা। প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ১৩১৮ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার টাকা।
(সৌজন্যে: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
Title | Category | Created On |
---|---|---|
Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) reduces iodine price | Import/Export | 2021-01-27 13:38:46 |
LC opening timeframe for rice import by private sector extended till Jan 31 | Import/Export | 2021-01-27 13:25:34 |
MoU signed between Sonali Bank and CCI&E to simplify trade | Trade | 2021-01-12 12:25:15 |
Fair Technology to set up Hyundai car manufacturing plant in Bangladesh | General | 2021-01-12 12:09:14 |
Rice import duty reduced to 25 percent | Import/Export | 2021-01-03 15:44:30 |