Legal Document
Title:
VAT Exemption on Import, Production, Services and Trading
Type:
SROs
Issuing Agency:
National Board of Revenue (NBR)
Responsible Agency:
National Board of Revenue (NBR)
Issuing Date:
02-06-2016
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
মূল্য সংযোজন কর
প্রজ্ঞাপন
এস.আর.ও. নম্বর ১৭৬-আইন/২০১৬/৭৫২-মূসক।- মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ধারা ১৪ এর উপধারা ( ১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কিছু পণ্যদ্রব্যকে ব্যবসায়ী পর্যায়ে এগুলোর উপর আরোপীত সমুদয় মূল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদান করিল। এইচএস কোড সহ পণ্যগুলোর তালিকা দেখতে সংযুক্ত পিডিএফ ফাইল ক্লিক করুন।